অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদ

সমাজের অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে ৮৪ ইভেন্ট গ্রুপ ।


সুপ্রিয় চুরাশিয়ানস 

আসসালামু আলাইকুম 

সমাজের অবহেলিত বয়স্ক মানুষের পাশে সহায়ক হয়ে ৮৪ ইভেন্ট গ্রুপ বিভিন্ন সহায়তা কর্মসুচী গ্রহণ করে থাকে । তাদের চিকিৎসা সহায়তা , বৃদ্ধাশ্রমে সহায়তা অনুদান , তাদের দৈনন্দিন ব‍্যবহার্য জিনিস কিনে দেওয়া , হুইল চেয়ার অনুদান , খাদ‍্যসামগ্রী সরবরাহ করা , ওয়েল পেপার বেড দান ইত‍্যাদি কর্মসুচী বাস্তবায়ন করা হয় । 

এসব দায়িত্ব পালনে ৮৪ ইভেন্ট গ্রুপ এর সকল সদস‍্য মহান আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে কৃতজ্ঞ বোধ করে থাকেন । 

মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন । আমিন ।


অন্যান্য ইভেন্ট