শিশুদের পুনর্বাসন

পিতৃ-মাতৃ পরিচয় হীন অসহায় শিশুদের পুনর্বাসনে ৮৪ ইভেন্ট গ্রুপ ।


সুপ্রিয় চুরাশিয়ানস 

আসসালামু আলাইকুম 

খাদিজা। ১০ বছর বয়স । জন্মের পর তার বাবা মা , তাকে ফেলে চলে গেছে । নানা নানীর কাছে বড় হচ্ছিলো সে । নানা নানীর আর্থিক অসচ্ছলতা

খাদিজার ভাগ‍্যকে নিয়ে আসলো ৮৪ ইভেন্ট গ্রুপ পরিবারের কাছে । 

অসম্ভব মেধাবী, মায়াবী আদলে গঠিত খাদিজার মুখ দেখে পুরো ৮৪ ইভেন্ট গ্রুপ পরিবার তাদের সামর্থ অনুযায়ী খাদিজার মৌলিক চাহিদা পুরণের দায়িত্ব ভার বহণ করে যাচ্ছে বিগত একবছর যাবৎ । 

খাদিজাকে নিয়ে ৮৪ ইভেন্ট পরিবারের অনেক স্বপ্ন , অনেক আশা । তারা খাদিজাকে এক সম্মানজনক জীবন যাপনে সহায়ক হতে চায় । 

মাশাআল্লাহ । 

মহান আল্লাহ পাক তাকে হেফাজত করুন । ৮৪ ইভেন্ট গ্রুপের স্বপ্নকে পূরণ করুন । আমিন ।


অন্যান্য ইভেন্ট