প্রতিবন্ধীদের পূণর্বাসন

প্রতিবন্ধীদের পূণর্বাসন কর্মসূচি


সুপ্রিয় চুরাশিয়ানস 

আসসালামু আলাইকুম 

আমাদের সমাজের সবচাইতে অবহেলিত মানুষ এবং বোঝা স্বরূপ মনে করা হয়। 

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে আনুমানিক প্রতিবন্ধীদের সংখ‍্যা ৪৮ লাখ । এই ৪৮ লাখ জনশক্তির তাদের শারীরিক শক্তি ও শ্রমকে নুন‍্যতম সহায়তা দানের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা শুরু করেছে আমাদের ৮৪ ইভেন্ট গ্রুপ । 

মাশাআল্লাহ ! 

এই উদ্দেশ্যে ৮৪ ইভেন্ট গ্রুপ দেশের বিভিন্ন স্থানে এই জনগোষ্ঠী কে ক্ষুদ্র কর্জে হাসানাহ্ পদ্ধতিতে সহায়তা দেয়া শুরু করেছে । এতে কেউ চা-পানের টুঙ্গী দোকান , সবজি ব‍্যবসা , ছাগল পালন , কাপড়ের ব্যবসা , পিঠা তৈরীর কাজে প্রয়োজনীয় অর্থ যোগান দিয়ে যাচ্ছে । যাতে তারা সাধারণ , সুস্থ মানুষের মত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন । দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন । 

মহান আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টা কবুল করুন ।


অন্যান্য ইভেন্ট