নলকূপ স্থাপন

সদাকায়ে জারিয়া হিসেবে ৮৪ ইভেন্ট গ্রুপ কতৃক বাংলাদেশের বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপন ।


বিসমিল্লাহির রহমানির রহিম 

সুপ্রিয় চুরাশিয়ানস 

আসসালামু আলাইকুম 


আলহামদুলিল্লাহ ! ৮৪ ইভেন্ট গ্রুপ কতৃক গৃহীত কর্মসুচির অন‍্যতম হলো সদাকায়ে জারিয়া হিসেবে বাংলাদেশের প্রত‍্যন্ত এলাকায় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য সুপেয় ও ব‍্যবহার উপযোগী পানি সরবরাহে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা । 

এ কর্মসূচির বাস্তবায়ন ঘটে এই গ্রুপের সকল সদস্যদের মাঝে যারা তার জীবিত ও মৃত বাবা-মা , সন্তান , আত্মীয় স্বজন, এবং মৃত চুরাশিয়ান বন্ধুদের জন্য সদাকায়ে জারিয়ার জন‍্য অনুদান করে থাকেন । মাশাআল্লাহ । 

মহান আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দিন । আমিন ।



অন্যান্য ইভেন্ট